Wellcome to National Portal
  • 2024-08-06-16-27-87273ebf239436b78d01124039daf3d4
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২২

হিসাবরক্ষণ অফিস এবং নির্বাহী বিভাগের মধ্যে মত বিনিময়


প্রকাশন তারিখ : 2022-03-20

  

সিএএফও, খাদ্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর নিরীক্ষাধীন দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিগণের সাথে মতবিনিময় সভা 

  

গত ১৬/০৩/২০২২খ্রি. তারিখে হিসাব মহানিয়ন্ত্রক মহোদয় জনাব মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, সিএএফও/খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় জনাব ড. মোছাম্মৎ নাজমানারা খানম এবং খাদ্য৷ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: শাখাওয়াত হোসেন। আলোচ্য বিষয়: ১। সেবা প্রদানের ক্ষেত্রসমূহে সুশাসন প্রতিষ্ঠা; ২। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা; ৩। সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন; ৪। অবসর গ্রহণ ও পেনশন কেইস এর সহজতর নিষ্পত্তির লক্ষ্যে‘প্রি-পেনশন ব্রিফিং'। উক্ত মতবিনিময় সভায় সিজিএ কার্যালয়ের সকল উর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, সিএএফও খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়রে উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী (পেনশনে গমণ করবেন তাঁরাসহ) উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বেতন-ভাতা, জিপিএফ, পেনশন, একাউন্টস সহ আলোচ্য বিষয় সমূহের উপর পরস্পরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শুরুতে হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ জনাব মো. নূরুল ইসলাম মুজিবশতর্বষে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে নিহত জাতির পিতার পরিবারের সদস্যগণ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, ২ লক্ষ নির্যাতিতা মা-বোন, ভাষাশহীদসহ সকল বীরশহীদের প্রতি অত্যন্ত সম্মান ও ভালবাসায় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের এবং ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সিজিএ মহোদয় সিজিএ কার্যালয় কর্তৃক বেতন-ভাতা জিপিএফ, পেনশন ও অন্যান্য সেবা অতিসহজে পরিশোধের জন্য গৃহীত কার্যক্রম এবং সেবার মান অধিকতর উন্নয়ন ও দ্রুতকরণের লক্ষ্যে বিভিন্ন রিফর্মসসমূহ তুলে ধরেন। এছাড়াও তিনি সম্মানিত পেনশনার সহ সকল সম্মানিত সেবা গ্রহীতার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে সম্মানিত সেবা গ্রহীতাগণের সকল সেবা যথাযথভাবে দ্রুত প্রদান নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সচিব মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। সম্মানিত পেনশনারগণের চূড়ান্ত জিপিএফ, লাম্প গ্রান্ট ও আনুতোষিকের চেক উপজেলা, জেলা, বিভাগ ও সিএএফও অফিসের অফিস প্রধান কর্তৃক প্রদান এবং সিজিএ কার্যালয়ে গঠিত টিম কর্তৃক সম্মানিত পেনশনারগণের মোবাইল নম্বরে ফোন করে যথাযথভাবে সেবা পেয়েছেন কিনা তা নিশ্চিতকরনের জন্য ক্রসচেক করোনের ব্যবস্থা বর্তমান সিজিএ মহোদয় কর্তৃক চালু করায় সম্মানিত সচিব মহোদয় অত্যন্ত প্রশংসা করেন। সম্মানিত সচিব মহোদয় হিসাব মহানিয়ন্ত্রক মহোদযের সৎ ও দক্ষ নেতৃত্বে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুত সেবা প্রদানের জন্য এবং সেবার মান বৃদ্ধির জন্য হিসাব বিভাগে চলমান সকল কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। সচিব মহোদয় সিজিএ কার্যালয় কর্তৃক আয়োজিত খাদ্য মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জিপিএফ পেনশন সহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর মতবিনিময় সভার আয়োজন করার জন্য উপস্থিত সকল কর্মকর্তা/কর্মচারী বিশেষ সিজিএ মহোদয়ের অত্যন্ত প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

  

2022-03-26-05-25-dec48ef32e1b11da9276a58472ae9476

  

2022-03-26-04-05-74621182f53671abc5c5943a81eeb1e3

  

2022-03-26-04-06-0a6ff40d40535b8f06326e593b683efd

  

2022-03-26-04-09-00ac1a3707e9f78c35f3364aaa05dc0a

  

2022-03-26-04-10-bc8e80eedaa6a98a47f3e62838828e2c

  

2022-03-26-04-30-25b1ba5ddacefb8bfc0c53b618bb63f9

  

2022-03-26-05-24-8568f5fa9c41f5213836b8475d780316

  

  

‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’ এর সংশ্লিষ্ট সম্মানিত সেবাপ্রত্যাশীগণের সাথে "মতবিনিময় সভা" 

  

২০/১২/২০২১ খ্রি. তারিখে হিসাব মহানিয়ন্ত্রক মহোদয় জনাব মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, সিএএফও/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নিরীক্ষাধীন ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’ এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়: ১। সেবা প্রদানের ক্ষেত্রসমূহে সুশাসন প্রতিষ্ঠা; ২। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা; ৩। সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন; ৪। অবসর গ্রহণ ও পেনশন কেইস এর সহজতর নিষ্পত্তির লক্ষ্যে ‘প্রি-পেনশন ব্রিফিং'। উক্ত মতবিনিময় সভায় সিজিএ কার্যালয়ের সকল উর্ধ্বতন কর্মকর্তা, সিএএফও, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব ফাতেমা ইয়াছমিন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ (পেনশনে গমণ করবেন তাঁরা সহ) উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুশাসন প্রতিষ্ঠা, বেতন-ভাতা, জিপিএফ, পেনশন এবং একাউন্টস সহ আলোচ্য বিষয় সমূহের উপর পরস্পরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে হিসাব মহানিয়ন্ত্রক মহোদয় বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে নিহত জাতির পিতার পরিবারের সদস্যগণ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ও নিবেদিত প্রাণ সকল মুক্তিযোদ্ধা, ২ লক্ষ নির্যাতিতা মা-বোন, ভাষাশহীদ সহ সকল বীরশহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বঙ্গব্নধুর সুযোগ্যকন্যা সফল রাষ্ট্র নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বিচক্ষণ সফল রাষ্ট্রনাযকোচিত সিন্ধান্ত এবং রাজনৈতিক দূরদৃষ্টি নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তার সফল নেতৃত্তে বহু মেগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আরো গতিশীল ও আধুনিকীকরন করে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখার লক্ষ্যে এরই মধ্যে প্রায় সকল আর্থিক কার্যক্রম প্রযুক্তির সর্ব্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সম্পদনের প্রক্রিয়া চলছে। হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ জনাব মো. নূরুল ইসলাম, সিজিএ কার্যালয় কর্তৃক বেতন-ভাতা, জিপিএফ, পেনশন ও অন্যান্য সেবা অতিসহজে পরিশোধের গৃহীত কার্যক্রম এবং সেবার মান অধিকতর উন্নয়ন ও দ্রুতকরণের লক্ষ্যে বিভিন্ন রিফর্মস সমূহ তুলে ধরেন। মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা যে পদ-পদবী পেয়ে সবখানে সম্মানিত হচ্ছি এর পিছনে আমাদের পরিবার, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, সমাজ, দেশের মানুষের অবদান রয়েছে এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের অনেক কর্তব্য ও দায়িত্ব রয়েছে তা পালন করতে হবে। অতএব যে কোন মানুষ আমাদের নিকট আসলে সম্মান শ্রদ্ধার সাথে কাজ সম্পন্ন করে দিতে হবে। বিশেষ করে একজন কর্মকর্তা/কর্মচারী সারা জীবন অফিসের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কাজ করেছেন, আমরা যারা চাকুরীতে আছি তাদের (সম্মানিত পেনশনারসহ) সকল কাজ, পাওনা গুলি আন্তরিকতা সম্মান, শ্রদ্ধার সাথে সম্পনান করে দেয়া সাহায্য করা হিসেবে না ভেবে অবশ্যই এটা আমাদের একান্ত কর্তব্য, দায়িত্ব হিসাবে নিয়ে সম্পন্ন করতে হবে এবং সৃষ্টিকর্তা এ জন্যই আমাদেরকে এ পদে বসিয়েছেন। আমাদেরকেও একদিন পদ-পদবী ছেড়ে ঐ অবস্থায় যেতে হবে। তিনি সম্মানিত পেনশনার সহ সকল সেবা গ্রহীতার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন । বর্তমান সিজিএ মহোদয়ের নির্দেশনায় চালুকৃত ব্যবস্থা মোতাবেক সম্মানিত পেনশনারগণের চূড়ান্ত জিপিএফ, লাম্প গ্রান্ট ও আনুতোষিকের চেক উপজেলা, জেলা, বিভাগ ও সিএএফও অফিসের অফিস প্রধান কর্তৃক হস্তান্তর এবং সিজিএ কার্যালয়ের গঠিত টিম কর্তৃক সম্মানিত পেনশনারগণের মোবাইল নম্বরে ফোন করে যথাযথভাবে সেবা পেয়েছেন কিনা তা নিশ্চিতকরনের জন্য ক্রসচেক করে সম্মানিত সেবা গ্রহীতাদের সেবার মান যাচাই করায় ডিজি মহোদয় সহ উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ভূয়সী প্রশংসা করেন। সিজিএ কার্যালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, জিপিএফ, পেনশন সহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর মতবিনিময় সভার আয়োজন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সিজিএ মহোদয় কে অত্যন্ত প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মানিত ডিজি মহোদয় হিসাব মহানিয়ন্ত্রক মহোদয়ের সৎ ও দক্ষ নেতৃত্বে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুত সেবা প্রদানের জন্য এবং সেবার মান বৃদ্ধির জন্য হিসাব বিভাগে চলমান সকল কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টি নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সরকারি চাকরিজীবি হিসাবে আমাদের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর দেয়া নির্দেশনা ও আদর্শ অনুযায়ী কাজ করাই আমাদের ব্রত বলে হিসাব মহানিয়ন্ত্রক উল্লেখ করেন। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করা হয়।

  

2022-01-26-04-35-b07147609dbac591d2ae9148646ffed4

  

2022-01-26-04-36-4f3a6c32e2f47b1c2850f944594438c9

  

2022-01-26-04-37-29e83bb88baebe00b8b33ce3dc626d5e

  

2022-01-26-04-38-5c6eec41bd566ac9548447c7ba6db4f8

  

  

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, সিএএফও/পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের মধ্যে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  

১৩/০৯/২০২১ খ্রি. তারিখে হিসাব মহানিয়ন্ত্রক মহোদয় জনাব মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, সিএএফও/পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের মধ্যে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়: ১। সেবা প্রদানের ক্ষেত্রসমূহে সুশাসন প্রতিষ্ঠা; ২। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা; ৩। সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন; ৪। অবসর গ্রহণ ও পেনশন কেইস এর সহজতর নিষ্পত্তির লক্ষ্যে ‘প্রি-পেনশন ব্রিফিং'। উক্ত মতবিনিময় সভায় সিজিএ কার্যালয়ের সকল উর্ধ্বতন কর্মকর্তা, সিএএফও (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), বন অধিদপ্তরের সিসিএফ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ (পেনশনে গমণ করবেন তাঁরা সহ) উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বেতন-ভাতা, জিপিএফ, পেনশন, একাউন্টস সহ আলোচ্য বিষয় সমূহের উপর পরস্পরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে জনাব মো. নূরুল ইসলাম, হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ মহোদয় সিজিএ কার্যালয় কর্তৃক বেতন-ভাতা, জিপিএফ, পেনশন ও অন্যান্য সেবা অতিসহজে পরিশোধের গৃহীত কার্যক্রম এবং সেবার মান অধিকতর উন্নয়ন ও দ্রুতকরণের লক্ষ্যে বিভিন্ন রিফর্মস সমূহ তুলে ধরেন। এছাড়াও তিনি সম্মানিত পেনশনার সহ সকল সেবা গ্রহীতার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সহ সংশ্লিষ্ট সকলকে সম্মনিত সেবা গ্রহীতাগণের সকল সেবা যথাযথ ভাবে দ্রুত প্রদান নিশ্চত করণের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সিজিএ কার্যালয় কর্তৃক আয়োজিত বন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, জিপিএফ, পেনশন সহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর মতবিনিময় সভার আয়োজন করার জন্য বন অধিদপ্তরের সিসিএফ জনাব মো: আমির হোসেন চৌধুরী সিজিএ মহোদয় কে অত্যন্ত প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মানিত সিসিএফ মহোদয় হিসাব মহানিয়ন্ত্রক মহোদয়ের সৎ ও দক্ষ নেতৃত্বে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুত সেবা প্রদানের জন্য এবং সেবার মান বৃদ্ধির জন্য হিসাব বিভাগে চলমান সকল কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

  

2021-09-17-21-03-79ac7ad3f694cb9249dd0d474b0f12f6

  

2021-09-17-21-04-913cf2f6c16176c4f5a190591365f3f8

  

  

2021-03-22-11-45-fe630274e7245001ab28ce0f88f89953

  

2021-03-22-11-48-05cec50568521c88fe07c9e2355366fd

  

2021-03-22-11-49-c2729e9a32e09bc68aeb5a1236e36d95

  

2021-03-22-11-50-2103072c6fc964129d1bf90e8e35c837

  

  

A discussion meeting with BTV officials was held on EFT issue on 3rd December, 2015 at CGA office.

  

BTV%20officials%20at%20CGA%20office%20031215

  

  

A meeting was organized between the officials of CAO, Ministry of Planning and PDs of Statistics and Information Management Division, Ministry of Planning to exchange views of maintaining congenial working environment based on good relations.

  

Exchange%20of%20views%20with%20Executive%20Division_1%20Planning1
Exchange%20of%20views%20with%20Executive%20Division_2%20Planning2

  

  

Meeting with DDOs at DAO Bandarban 

  

Exchange%20of%20views%20with%20Executive%20Division_3%20Bandarban